Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মডেল সমিতি

মডেল সমিতির তথ্য

সমিতির নামঃ হেল্প বহুমুখী সমবায় সমিতি লিঃ

রেজিঃ নং 22, তারিখঃ 25/02/2009 খ্রিঃ।

 

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাধীন উথলী গ্রামে হেল্প বহুমুখী সমবায় সমিতি লিঃ শিরোনামে সমিতির আত্বপ্রকাশ ঘটে পরবর্তিতে সমবায় বিভাগ হতে নিবন্ধন প্রাপ্ত হয় যার নিবন্ধন নং 22, তারিখ 25/02/2009। ২০০৯ সালের প্রথম থেকে ২১ জন সদস্যের সমন্বয়ে তাদের মাত্র ২১০০০/- টাকা পুজি নিয়ে মুলতঃ হেল্প সমিতির কার্যক্রম শুরু হয়। ঐ ২১ জন সদস্যের সততা এবং কর্ম স্পৃহায় বর্তমানে সমিতিটি একটি মডেল সমিতিতে রুপান্তরিত হয়েছে। বর্তমানে এ সমিতির মোট সদস্য সংখ্যা 1310 জন এবং মোট কার্যকরী মূলধনের পরিমান 19430725/- টাকা। সমিতিটি প্রতিনিয়ত জনহিতকর কার্যক্রম পরিচালনা করে চলেছে। এলাকার দুস্থ অসহায় ব্যাক্তিদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা সহ এলাকার গরিব মেধাবী ছাত্র/ছাত্রীদের কে শিক্ষাবৃত্তি, দুঃস্থ অসহায় ব্যাক্তিদের মধ্যে শীত বস্ত্র বিতরন ও খাদ্য বিতরন সহ নানা বিধ জনহিতকর কার্যক্রম সম্পাদন করে থাকে। সমবায় আইন ও বিধিমালার আলোকে সমিতিতে নিয়মিত ব্যবস্থাপনা কমিটির সভা, বার্ষিক সাধারন সভা এবং নির্বাচন পরিচালনা করে থাকে। সমবায় বিভাগীয় বিভিন্ন সার্কুলার এবং নির্দেশনা সুচারুভাবে প্রতিপালন করে থাকে। অভ্যন্তরীন অডিট সহ নিয়মিত বার্ষিক বিধিবদ্ধ অডিট সম্পন্ন করে থাকে। সমিতির যাবতীয় লেনদেন সমিতির নামীয় ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে সমিতিটি ০৬ জন ব্যাক্তিকে কর্ম সংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। তাছাড়াও সমিতি কর্তৃপক্ষ সমিতির অন্তত 150-200 জন সদস্যকে স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করতে সক্ষম হয়েছে। সমিতিটি কোনরুপ সরকারি ঋন গ্রহন ছাড়াই শুধুমাত্র নিজস্ব তহবিলের মাধ্যমেই মডেল সমিতিতে রুপান্তরিত হওয়া সহ যাবতীয় জনহিতকর কার্যক্রম করতে সক্ষম হয়েছে। বর্তমানে সমিতির শেয়ার মূলধন-215810/- টাকা, সদস্যদের সঞ্চয় আমানতের পরিমান-17693016/- টাকা, সংরক্ষিত তহবিলের পরিমান-613922/- টাকা, বিল্ডিং তহবিলের পরিমান-199020/- টাকা, দরিদ্র তহবিলের পরিমান-49873/- টাকা, বীমা তহবিলের পরিমান-382040/- টাকা, কূ-ঋন তহবিলের পরিমান-2,39,233/- টাকা এবং কর্মচারী কল্যান তহবিলের পরিমান-37811/- টাকা। সমিতিটি 2018-2019 অর্থ বছরে সদস্যদের মধ্যে 607333/- টাকা লভ্যাংশ বন্টন করেছে, 10,000/- টাকা অডিট ফি(সরকারী রাজস্ব), 22826/- টাকা সমবায় উন্নয়ন তহবিল, 84,420/- টাকার অনুদান প্রদান, 44,945/- টাকা দরিদ্রদের সাহায্য, 12,19,085 টাকা সঞ্চয় আমানতের উপর মুরাফা প্রদান করতে সক্ষম হয়েছে। সমিতির বর্তমান ব্যবস্থাপনা কমিটি সমিতির অর্তনৈতিক উন্নয়ন সহ যাবতীয় জনহিতকর কার্যক্রম পরিচালনায় বদ্ধ পরিকর।

স্বাক্ষরিত

মোঃ মোতাহার হোসেন

উপজেলা সমবায় অফিসার

জীবননগর, চুয়াডাঙ্গা।