Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে সমবায় অফিসের তথ্যাদি।

০১

অডিট সংক্রান্ত

প্রাথমিক সমিতি ১২৪টি কেন্দ্রীয় সমিতির মধ্যে পউব ০২ টি এবং প্রাথমিক ২৩৫ টি

০২

অডিট ফি ধার্য ও আদায়

অডিট ফি ধার্য (২০২২-২১) কেন্দ্রীয় (পউবো) মোট আদায় ১৩২৮২০/-টাকা। আদায়ের হার ১০০%।

০৩

সমবায় উন্নয়ন তহবিল ধার্য ও আদায়

সমবায় উন্নয়ন তহবিল ধার্য (২০২১-২২) ৪৯৯৭৮টাকা। আদায়ের হার ১০০%।

০৪

আশ্রয়ন (ফেইজ-০২) প্রকল্প

আবাসন থেকে প্রাপ্ত ঋনের পরিমান ৮,৪০,০০০/- টাকা। এ পর্যন্ত মোট ঋন বিতরনের পরিমান ১7,03,000/- টাকা। সেপ্টেম্বর-২০২৩ পর্যন্ত আদায়যোগ্য ঋনের পরিমান সার্ভিস চার্জ সহ-16,99,704/-টাকা। ঋন আদায়ের পরিমান সার্ভিস চার্জ সহ ৯,৫৮,২১১/- টাকা, আদায়ের হার ৫৬%।

০৫

 প্রশিক্ষন সংক্রান্ত

২০২৩-২৪ অর্থ বছরে ১২ জন সমবায়ীকে প্রশিক্ষনের জন্য আঞ্চলিক সমবায় ইনিস্টিটিউট কুষ্টিয়ায় প্রেরন করা হয়েছে এবং ২০ জন সমবায়ীকে প্রশিক্ষনের জন্য সুন্দরবন ট্রেনিং ইনিস্টিটিউট,বয়রা, খুলনায় প্রেরন করা হয়েছে।

০৬

ঋণ বিতরন ও আদায় সংক্রান্ত

মোট ঋন বিতরন ১,৮১,৫২,০০০/- টাকা এবং আদায় ১,৪৩,৫৩,০০০/- টাকা।

০৭

শেয়ার ও সঞ্চয় আমানত সংক্রান্ত

এ কার্যালয়ের প্রাথমিক সমবায় সমিতির মোট শেয়ার মূলধনের পরিমান ৫২,০৬,০০০/- টাকা এবং সঞ্চয় আমানতের পরিমান ১,৪২,৪১,০০০/- টাকা।

০৮

নতুন সমবায় সমিতি নিবন্ধন সংক্রান্ত

অধিদপ্তর এর নির্দেশনা মোতাবেক নতুন সমিতির নিবন্ধন কার্যক্রম চলমান আছে। 

০৯

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

২০২৩-২০২৩ অর্থ বছরের  বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মোতাবেক সমিতির নির্বাচন,এজিএম,মডেল সমিতি গঠন,নিরীক্ষা সম্পাদন,স্ব-কর্মসংস্থান সৃজিত,ভ্রাম্যমান প্রশিক্ষন অনুষ্ঠিত সহ সকল কার্যক্রম চলমান আছে।