Wellcome to National Portal
Main Comtent Skiped

at a glance

এক নজরে সমবায় অফিসের তথ্যাদি।

০১

অডিট সংক্রান্ত

প্রাথমিক সমিতি ১২৪টি কেন্দ্রীয় সমিতির মধ্যে পউব ০২ টি এবং প্রাথমিক ২৩৫ টি

০২

অডিট ফি ধার্য ও আদায়

অডিট ফি ধার্য (২০২২-২১) কেন্দ্রীয় (পউবো) মোট আদায় ১৩২৮২০/-টাকা। আদায়ের হার ১০০%।

০৩

সমবায় উন্নয়ন তহবিল ধার্য ও আদায়

সমবায় উন্নয়ন তহবিল ধার্য (২০২১-২২) ৪৯৯৭৮টাকা। আদায়ের হার ১০০%।

০৪

আশ্রয়ন (ফেইজ-০২) প্রকল্প

আবাসন থেকে প্রাপ্ত ঋনের পরিমান ৮,৪০,০০০/- টাকা। এ পর্যন্ত মোট ঋন বিতরনের পরিমান ১7,03,000/- টাকা। সেপ্টেম্বর-২০২৩ পর্যন্ত আদায়যোগ্য ঋনের পরিমান সার্ভিস চার্জ সহ-16,99,704/-টাকা। ঋন আদায়ের পরিমান সার্ভিস চার্জ সহ ৯,৫৮,২১১/- টাকা, আদায়ের হার ৫৬%।

০৫

 প্রশিক্ষন সংক্রান্ত

২০২৩-২৪ অর্থ বছরে ১২ জন সমবায়ীকে প্রশিক্ষনের জন্য আঞ্চলিক সমবায় ইনিস্টিটিউট কুষ্টিয়ায় প্রেরন করা হয়েছে এবং ২০ জন সমবায়ীকে প্রশিক্ষনের জন্য সুন্দরবন ট্রেনিং ইনিস্টিটিউট,বয়রা, খুলনায় প্রেরন করা হয়েছে।

০৬

ঋণ বিতরন ও আদায় সংক্রান্ত

মোট ঋন বিতরন ১,৮১,৫২,০০০/- টাকা এবং আদায় ১,৪৩,৫৩,০০০/- টাকা।

০৭

শেয়ার ও সঞ্চয় আমানত সংক্রান্ত

এ কার্যালয়ের প্রাথমিক সমবায় সমিতির মোট শেয়ার মূলধনের পরিমান ৫২,০৬,০০০/- টাকা এবং সঞ্চয় আমানতের পরিমান ১,৪২,৪১,০০০/- টাকা।

০৮

নতুন সমবায় সমিতি নিবন্ধন সংক্রান্ত

অধিদপ্তর এর নির্দেশনা মোতাবেক নতুন সমিতির নিবন্ধন কার্যক্রম চলমান আছে। 

০৯

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

২০২৩-২০২৩ অর্থ বছরের  বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মোতাবেক সমিতির নির্বাচন,এজিএম,মডেল সমিতি গঠন,নিরীক্ষা সম্পাদন,স্ব-কর্মসংস্থান সৃজিত,ভ্রাম্যমান প্রশিক্ষন অনুষ্ঠিত সহ সকল কার্যক্রম চলমান আছে।